ল²ীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আগের সংবাদ

উপজেলা নিয়ে প্রশাসনে অস্বস্তি : আমলারা বলছেন, কোনো সমস্যা নেই > চেয়ারম্যানরা বলছেন, আদালতই আমাদের মর্যাদা ঠিক করে দেবে

পরের সংবাদ

সব কন্ডিশনেই উন্নতি চান হাথুরুসিংহে

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাসের সেরা সময় কাটিয়েছে বাংলাদেশ দল। সিরিজের তিন ম্যাচের দুটিতেই তারা জয় তুলে নিয়েছে। আর বৃষ্টির কারণে একটি ম্যাচের ফলাফল আসেনি। সেই ম্যাচেও রেকর্ড গড়া সংগ্রহ গড়েছিল টাইগাররা। আগামী মাসেই তারা আইরিশদের বিপক্ষে ফিরতি ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাবেন। আসন্ন এই ফিরতি সিরিজে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই আজ থেকে টানা তিন দিন অনুশীলন করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। গতকাল বিমানে করে সিলেটে পা রেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে বিসিবির মিটিং সেরে গণমাধ্যমকে হাথুরু জানান, সব ধরনের কন্ডিশনেই উন্নতি চান তিনি।
সিলেটে তিন দিনের সংক্ষিপ্ত ক্যাম্পের আগে তার পরিকল্পনা নিয়ে হোম অব ক্রিকেট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে মিটিং করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার এবং আব্দুর রাজ্জাক। তাদের সঙ্গে ছিলেন দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে আসা হাথুরুসিংহেও। সেই বৈঠক শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। হাথুরু জানান তার দৃষ্টি আপাতত আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তবে তার ভাবনার গভীরে আছে দেশের বাইরে সামনে সব সিরিজই। প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে দুভার্বনাকে প্রশ্রয় দিতে চান না তিনি। বাংলাদেশ কোচের চাওয়া, সব কন্ডিশনে সব পরিস্থিতিতে ভালো পারফর্ম করার জায়গায় যেন পৌঁছাতে পারে দল।
আসন্ন সিরিজ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সেখানকার উইকেট এবং কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের মধ্যে সিলেটের মিলই সবচেয়ে বেশি দেখছেন হাথুরু। ঢাকায় এখন পর্যন্ত গরম কমেনি। ইংল্যান্ডের আবহাওয়া এখন মোটামুটি ঠাণ্ডাই। আর সিলেট অঞ্চলে বৃষ্টি হওয়ায় আবহাওয়ার পাশাপাশি উইকেটও কিছুটা ইংল্যান্ডের সমপর্যায়ের পাওয়া যাবে বলে ধারণা করছেন টাইগারদের প্রধান কোচ। এজন্যই ক্যাম্পের জন্য তিনি বেছে নিয়েছেন সিলেটকে।
গণমাধ্যমকে হাথুরু বলেন, ‘আমরা যখন সিলেটে খেলেছি, এখানে কিছু উইকেট পেয়েছি, যেগুলোকে আমার মনে হয়েছে ইংল্যান্ডের উইকেটের সবচেয়ে কাছাকাছি।
এজন্যই মনে হয়েছে, আমরা ওখানে অনুশীলন করব। আরেকটা ব্যাপার হলো আবহাওয়া। এখানে অনেক গরম। এছাড়া এখানে অনেক ম্যাচ হয়। যে ধরনের উইকেট আমি চাই, তা এখানে পাব না।’
তিন দিনের এই ক্যাম্পের মধ্যেই স্কিল ঝালাইয়ের চেষ্টা করবেন ক্রিকেটাররা। তবে এই সিরিজের জন্যই নয়, কোচ এভাবে তৈরি হতে চান প্রতি সিরিজের জন্যই।
হাথুরুসিংহে যখন আগের দফায় কোচের দায়িত্বে ছিলেন, তখন দেশের মাঠে প্রতিপক্ষ বুঝে তাদের দুর্বলতা অনুযায়ী উইকেট তৈরি করার কৌশল বেছে নিয়েছিলেন তিনি। সেটিতে যেমন কিছু ফল মিলেছিল, তেমনি সমালোচনাও ছিল বেশ। এবার টেস্ট ক্রিকেটের সূচির দিকে তাকিয়েই কৌশলে পরিবর্তন আনতে চান কোচ। সামনে দেশের বাইরে অনেক টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। দলকে সেই চ্যালেঞ্জের উপযোগী করে তুলতে চান কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাপারটি শুধু ইংল্যান্ডের কন্ডিশনের নয়, আমাদের সার্বিক উন্নতির জন্যও প্রয়োজন এটা। প্রতিপক্ষ নিয়ে ও ফলাফল নিয়ে দুর্ভাবনার ব্যাপারও এখানে নেই। আমরা উন্নতি করতে চাই, ব্যস। ভবিষ্যতে যেখানেই আমরা খেলি না কেন, উন্নতি করতে চাই। সামনে আমাদের অনেক খেলা আছে, বিশেষ করে দেশের বাইরে টেস্ট আছে কিছু।’
সিলেটে আজ থেকে শুরু হওয়া এই প্রস্তুতি ক্যাম্পে থাকবেন না টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ঈদের ছুটি পেয়েই তিনি কাতার এয়ারলাইন্সের বিমানে চেপে পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাছাড়া ক্যাম্পে থাকবেন না আইপিএল খেলতে ভারতে অবস্থান করা লিটন কুমার দাস এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ৯, ১২ ও ১৪ মে। মূল সিরিজের আগে বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ৫ মে। প্রস্তুতি ম্যাচের আগেই দলে যোগ দেয়ার কথা সাকিব ও মুস্তাফিজের। লিটন যোগ দেবেন প্রস্তুতি ম্যাচের পর।
আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজকে সামনে রেখে গত ৯ এপ্রিল ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। এবার দলে জায়গা পাননি আইরিশদের বিপক্ষে আলো ছড়ানো পেসার তাসকিন আহমেদের। তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোটের মুখোমুখি হয়ে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন। তার সম্পূর্ণ সুস্থতা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দলে জায়গা পাননি আফিফ হোসেনও। দলে জায়গা পেয়ে জাতীয় দলের জার্সি গায়ে খেলার স্বপ্ন পূরণ করতে চলেছেন যুব বিশ্বকাপজয়ী মৃত্যুঞ্জয়। ঢাকা প্রিমিয়ার লিগে গত মৌসুমের মতো এবারো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন তিনি। এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনি ৯ উইকেট নিয়েছেন ২৭.৮৮ গড়ে। তার সেরা বোলিং ফিগার ৩১ রানে ৩ উইকেট। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ জয়ী বিশ্বকাপ দলে প্রাথমিকভাবে থাকলেও চোটের কারণে আগেভাগেই দেশে ফিরে আসতে হয়েছিল তাকে। এর আগের বিপিএলটা দারুণ কাটলেও সর্বশেষ মৌসুমে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি ২১ বছর বয়সি। দলে ডাক পেলেও এখনো একাদশ নিশ্চিত হয়নি তার। একাদশে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান তিনি। গণমাধ্যমকে তিনি জানান, দলে ডাক পাওয়ার পরই তিনি তার বাবাকে জানিয়েছেন। তিনি অনুশীলনে থাকাকালে দল ঘোষণা করে বিসিবি। খবরটা শোনার পর সবার ফোন পাচ্ছেন বলে জানান এই পেসার। তিনি আরো জানান, ‘আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। সুযোগ পেয়েছি এখন বাকিটা আল্লাহ ভরসা। যেভাবে পারফর্ম করছি আশা করি ভালো কিছু হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়