খরায় পুড়ছে জনজীবন : আরো বাড়তে পারে তাপপ্রবাহ

আগের সংবাদ

দলীয় নেতাকর্মীর উদ্দেশে প্রধানমন্ত্রী : দেশি-বিদেশি চক্রান্ত হতে পারে, তাই সতর্ক থাকুন

পরের সংবাদ

পহেলা বৈশাখ : নন্দনে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রভাতি অনুষ্ঠান

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম আগামী ১৪ এপ্রিল শুক্রবার প্রভাতি অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিন সকাল সাড়ে ৮টায় চেরাগি পাহাড় মোড়ের নন্দন চত্বরে ‘বিশ্ব ভরা প্রাণ শীর্ষক’ পঞ্চকবির গান, কবিতা ও নৃত্য পরিবেশন করবেন পরিষদের শিল্পীরা।
এতে অতিথি থাকবেন পরিষদের আহ্বায়ক একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন, লেখক ফেরদৌস আরা আলীমসহ বিশিষ্টজনেরা। সংগীত পরিচালনায় থাকবেন পরিষদের সদস্যসচিব শ্রেয়সী রায়। পরিষদের সদস্যদের সমবেত সম্মেলক গানের সুরে কণ্ঠ মেলাতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখা।
উল্লেখ্য, ছায়ানট ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ওয়াহিদুল হকসহ অন্যদের উদ্যোগে ১৯৭৮ সালের বৈরী সময়ে চট্টগ্রামের ডিসি হিলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় নগরের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান হচ্ছে। এবার রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদও স্বতন্ত্র বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়