মিরপুরে জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

বঙ্গবাজারে আগুন : ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনে জমা পড়েছে ২ কোটি টাকা

পরের সংবাদ

পোশাক বানাতে ৬৫০ ঘণ্টা ব্যয়

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গল্পটা এবারের মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো কে নিয়ে। ৬০ বছর বয়সী তিনি প্রথমবারের মতো অস্কারে মনোনয়ন পেয়েই জিতে নিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তবে আলোচনায় লালগালিচায় তার পড়া পোশাকটি। হাতাকাটা সাদা এ পোশাক দেখতে সাদামাটা হলে কী হবে, এটি বানাতে সময় লেগেছে ৬৫০ ঘণ্টা। মিশেল ইয়োর এ পোশাক বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্কেচ ও তথ্য তুলে ধরেছে ডিওর ব্র্যান্ড। হাতে তৈরি কত্যুর গাউনটি আইভরি রঙের সিল্ক অর্গানজা দিয়ে বানানো। তাতে যুক্ত করা হয়েছে পালকের বৈশিষ্ট্যযুক্ত তরঙ্গ। পোশাকটিতে ছিল বেশ কয়েকটি স্তর, যেখানে যুক্ত করা ছিল ছোট ছোট নাজুক পালক। শুধু এগুলো একত্র করতেই কারিগরদের লেগেছে ২০০ ঘণ্টা। আর পোশাকটির ওপর সূ²ভাবে এগুলো লাগাতে ব্যয় হয়েছে আরও ৪৫০ ঘণ্টা সময়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়