ওয়ান ব্যাংক লিমিটেড : সাবেক পরিচালক এজাজ আহমেদ মারা গেছেন

আগের সংবাদ

সন্ত্রাসীদের হাতে অস্ত্রের মজুত : অরক্ষিত মিয়ানমার-ভারত সীমান্ত পেরিয়ে পাহাড়ে আসছে অত্যাধুনিক অস্ত্র

পরের সংবাদ

ফের বাড়ল হজ নিবন্ধনের সময় : আগে সাত দফা বাড়িয়েও পূরণ হয়নি সৌদির কোটা

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : করোনা মহামারিপরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যে এবার হজ প্যাকেজের খরচ বেড়ে যাওয়ায় নিবন্ধনের সময় সাত দফা বাড়িয়েও নির্ধারিত কোটা পূরণ হয়নি। বাংলাদেশের হজযাত্রীদের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা পূরণে আরো ৮ হাজারের বেশি নিবন্ধন বাকি রয়েছে। তাই অষ্টমবারের মতো বাড়ল হজের নিবন্ধনের সময়। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করতে পারবেন আগ্রহী হজযাত্রীরা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
হজ ওয়েব পোর্টাল অনুযায়ী, গত বুধবার (৫ এপ্রিল) রাত পর্যন্ত সব মিলিয়ে ১ লাখ ১৮ হাজার ৯৫৪ জন এবার হজের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৯৩ জন এবং বেসরকারিভাবে ১ লাখ ৮ হাজার ৯৬১ জন।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি অনুযায়ী, এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার সুযোগ ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায়। সে হিসেবে কোটার চেয়ে ৮ হাজার ২৪৪ জন কম হজযাত্রী মিলল এবার। অন্যান্য বছরগুলোর তুলনায় এবার সরকারি ব্যবস্থায় হজের খরচ বেড়েছে লাখ টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় দেড় লাখ টাকা। সৌদি আরব কিছু খাতে খরচ কমানোয় গত মার্চের শেষ দিকে হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দেয় সরকার। তাতে এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে লাগছে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেলে প্যাকেজ মূল্য হবে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা। অর্থনৈতিক সংকটের এই সময়ে খরচ এতটা

বেড়ে যাওয়ায় বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। হজের খরচ কমাতে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। এ পরিস্থিতিতে বারবার নিবন্ধনের মেয়াদ বাড়ালেও তাতে সাড়া মেলেনি।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের হজ হবে ২৭ জুন। সে হিসেবে গত ৮ ফেব্রুয়ারি হজের নিবন্ধন শুরু হয়েছিল। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। কোটার বিপরীতে খুবই কমসংখ্যক হজযাত্রী নিবন্ধিত হন সে সময়। পরে আবার নিবন্ধনের সময়সীমা ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। সেই সময়েও কোটার অর্ধেকেরও কম হজযাত্রী নিবন্ধিত হয়। এরপর ১৬ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলেও ওই সময়ের মধ্যেও সাড়া পাওয়া যায়নি। এর পর পর্যায়ক্রমে ২১ মার্চ, ৩০ মার্চ এবং ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় সময়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়