১০৪ কোটি টাকা আত্মসাৎ : হোমল্যান্ড লাইফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আগের সংবাদ

মনোনয়নে আ.লীগের গুরুত্ব তৃণমূল : চ্যালেঞ্জে শতাধিক এমপি, চাপের মুখে সাংগঠনিক সম্পাদকরা, জেলার পর উপজেলা নেতাদের সঙ্গে বৈঠক

পরের সংবাদ

শাল্লায় নারীকে ধর্ষণের চেষ্টা : গ্রেপ্তার ১

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : শাল্লা উপজেলায় দুই সন্তানের এক জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বাহাড়া ইউনিয়নের আঙ্গারোয়ার চৈতন্য দাসের ছেলে সুব্রত দাসকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে শাল্লা থানায় অভিযোগ দায়ের করলে রাতেই আঙ্গারোয়া গ্রাম থেকে সুব্রতকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সুব্রত দাসকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, ওই নারী তার দুই সন্তানসহ বাবার বাড়ি আনন্দপুর থেকে স্বামীর বাড়ি খালিয়াজুরী উপজেলার শিবপুর গ্রামে যাওয়া পথে ছায়ার হাওড়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন সুব্রত দাস। এ সময় ওই নারীর কোলে থাকা ৬ মাস বয়সি শিশুকে কেড়ে মাটিতে রেখে ঝাপটে ধরে সুব্রত। পরে চিৎকার শুনে পাশের জমিতে ঘাস কাটতে থাকা নির্মল দাস নামের এক কৃষক এগিয়ে এলে সুব্রত পালিয়ে যান।
এ বিষয়ে শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে সুব্রত দাসকে গ্রেপ্তার করে কোর্টে চালান করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়