ভারত মহাসাগরীয় অঞ্চলে সাব কমিশন গঠনের প্রস্তাব বাংলাদেশের

আগের সংবাদ

চিকিৎসার ফি নির্ধারণ কতদূর? : বেসরকারি হাসপাতালে সেবা নেন ৮৬ শতাংশ মানুষ, স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে

পরের সংবাদ

সেতুর সংযোগ সড়ক না থাকায় চরম জনদুর্ভোগ

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. সাজ্জাদ হোসেন শাহ্/মো. বজলুর রহমান, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাবাজার-বাঁশতলা সড়কের মরাচেলা বালি নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় উপজেলার লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। জানা যায়, এলজিইডির বাস্তবায়নে ২০২২ সালে প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাংলাবাজার-বাঁশতলা সড়কের মরাচেলা বালি নদীর ওপর ৭২ মিটার আরসিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ করা হয়। বাংলাবাজার-বাঁশতলা সড়কটি দিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা, চৌধুরীপাড়া, মৌলারপাড়, কলোনি, নতুন বাঁশতলা, পেকপাড়া, ঝুমগাঁও, কলাউড়া, ডালিয়া, কুশিউড়া, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ, হকনগর বাজার, চৌধুরীপাড়া বাজার, কলাউড়া মার্কেট, বাংলাবাজার, বড়খাল স্কুল এন্ড কলেজ, কলাউড়া ফাজিল মাদ্রাসা ও বোগলাবাজার ইউনিয়নের আলমখালী গ্রামের ছাত্রছাত্রীসহ লাখো মানুষ ও যানবাহন চলাচল করে থাকে এ সড়ক দিয়ে। উপজেলার সদরে যাতায়াতের অন্যতম সড়ক এটি। সেতু নির্মাণের পর সেতুর দুই পাশে সঙ্গজোগ সড়ক বালি দিয়ে করা হয়েছে। ফলে সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় এ সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় বাসিন্দা সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, সেতু থাকতেও আমাদের চলাচলে অনেক কষ্ট হয়। সেতুর দুই পাশে সংযোগ সড়ক বালি দিয়ে তৈরি করায় সামান্য বৃষ্টিতে সংযোগ সড়কের বালি নদীগর্ভে চলে গিয়ে গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হওয়ায় সিএনজি দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর। বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান শেখ আবুল হোছাইন বলেন, বাংলাবাজার-বাঁশতলা সড়কের জনগুরুত্বপূর্ণ এ সেতুর দুই পাশে সংযোগ সড়ক পাকাকরণ এখন সময়ের দাবি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দোয়ারাবাজার (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মনছুরুল হক ভোরের কাগজকে জানান, সংযোগ সড়ক পাকা করার লক্ষে মাপজোক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই কাজ শুরু হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়