বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

ফরিদপুরে মানববন্ধন : জোরপূর্বক ফসল ও মাটি কেটে নেয়ার প্রতিবাদ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফরিদপুর শহর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গীতে শতাধিক ব্যক্তি মালিকানাধীন জমি থেকে জোর পূর্বক ফসল ও মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। গতকাল মঙ্গলবার বেলা ১২ থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকাবাসী।
তাদের দাবি, স্থানীয় প্রভাবশালী মো. আনোয়ার হোসেন আবু ফকির গং রাতের আঁধারে এসব জমিতে স্কেভেটর দিয়ে মাটি কেটে ডাম্প ট্রাকে করে বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছে। ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করে মানববন্ধনকারীরা জানান, এতে চরম ঝুঁকিতে পড়েছে এসব জমির অদূরের গোলডাঙ্গি ব্রিজ, যা সদ্য কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। তাদের দাবি, জোরপূর্বক মাটি কেটে নেয়ায় বর্ষা মৌসুমে ভাঙন ঝুঁকিতে পড়বে পুরো এলাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়