বিবৃতিতে ওবায়দুল কাদের : গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপির কারণেই বারবার হোঁচট খায়

আগের সংবাদ

আত্রাই উপজেলা মিলনায়তনের পাশে জলাবদ্ধতা

পরের সংবাদ

দুদকের মামলায় দুই ভূমি কর্মকর্তার কারাদণ্ড

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দুর্নীতি করে অবৈধ দখলদারের পক্ষে রেকর্ড সংশোধনের আদেশ দেয়ার মামলায় ঢাকার তেজগাঁও ভূমি অফিসের দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন- সাবেক সেটেলমেন্ট অফিসার মো. আশরাফ আলী হাওলাদার ও সার্ভেয়ার মো. মনিরুল ইসলাম। আশরাফকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার অর্থদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে মনিরুলকে দুই বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় মনিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে আশরাফ আলী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়