বিশ্বের সর্ববৃহৎ ‘সবুজ মানব প্রাচীর’ তৈরি করল জিএলটিএস

আগের সংবাদ

ভোটের হাওয়ায় জোটের মিশন

পরের সংবাদ

ঝিকরগাছা : স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গত রবিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ভিত্তিক কবিতা আবৃত্তি, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, দীপশিখা প্রজ¦লন, ২৫ মার্চ কালরাত স্মরণে প্রতীকী ব্লাক-আউট, ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃৃতিক অনুষ্ঠান, শিশুদের পুরস্কার বিতরণ, বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুল হক।
এদিকে স্থানীয় জননী সুপার মার্কেট চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিমুল হক সালাম, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী, আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত এবং উপজেলা মোড়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়