তুরাগ : মাদক কারবারির হাতে ছুরিকাহত এসআই

আগের সংবাদ

বাজারে ক্রেতার নাভিশ্বাস

পরের সংবাদ

বোধন আবৃত্তি পরিষদ : ২৫ মার্চ কালরাত্রি স্মরণে প্রদীপ প্রজ্বালন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : গণহত্যা দিবস উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে ‘২৫ মার্চ কালরাত্রি স্মরণ’ অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর চেরাগি চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্বালন, কথামালা ও আবৃত্তি পরিবেশিত হয়।
বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী সুজিত রায়, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন দাশ। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন স্বর্ণয় দত্ত, ট্রিয়া পিহু হিলারী, নিপা দাশ, ফাল্গুনী আচার্য্য, প্রিয়া সেনগুপ্তা, মৌমিতা বড়ুয়া, অনিমেষ পালিত, ইলা বড়ুয়া, মৃত্তিকা চক্রবর্তী, অর্চি দত্ত, মমি ভট্টাচার্য্য, রিয়ামনি দাশ, সত্যজিৎ চক্রবর্তী, পাতা দে বৃষ্টি, পৃথুলা চৌধুরী, জয়শ্রী মজুমদার জয়া এবং তুর্ণা দাশ। স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি উৎপলকান্তি বড়–য়া। আবৃত্তিশিল্পী ইতু সাহার গ্রন্থনা এবং যশস্বী বণিক ও ইতু সাহার নির্দেশনায় শিশু বিভাগের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি ‘বঙ্গবন্ধু অতঃপর বাংলাদেশ’ পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী তারমিন পুষ্পা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিক, জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ, এডভোকেট প্রণব মজুমদার, মার্গ্রেট মনিকা জিনস, বোধনের সহসাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী, অর্থ সম্পাদক সৌরভ দে প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়