সিপিডির সংবাদ সম্মেলন : নবায়নযোগ্য জ¦ালানি নীতি বাস্তবায়নে বড় বাধা দুর্নীতি

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ : মতিয়া চৌধুরী, সংসদ উপনেতা

পরের সংবাদ

ভেড়ামারায় ভুট্টা চাষের মাঠ দিবস পালিত

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : ভুট্টা চাষে কৃষকদের আগ্রহী করতে ভেড়ামারার নওদা ক্ষেমিরদিয়াড় গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকাল ৫টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোকারিমপুর ইউনিয়নে নওদা ক্ষেমিরদিয়াড় গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ। ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আবু হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা কৃষি অফিসার শায়খুল ইসলাম। মাঠ দিবসে মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিরদিয়াড় গ্রামের ১২০ জন কৃষক অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শাহনাজ ফেরদৌস, উপসহকারী কৃষি অফিসার আশরাফুল হক, মাহাবুল আলম ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
ভুট্টা চাষি কৃষক মুক্তার হোসেন, হীরা আলি ও করম হোসেন বলেন, ভুট্টার চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। গমে অনেক সময় পোকার আক্রমণ হয়।
এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হন। কিন্তু ভুট্টায় পোকার আক্রমণ নেই বললেই চলে। তাছাড়া ভুট্টা চাষে তেমন কোনো সেচের প্রয়োজন হয় না। এ কারণে অনেক চাষি গমের পরিবর্তে ভুট্টা চাষে মনোযোগী হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক পরিচালক কৃষিবিদ মো. আবু হোসেন জানান, কৃষি অফিসের পক্ষ থেকে ভুট্টা চাষিদের উদ্বুদ্ধকরণ, পরামর্শ, মাঠ দিবস, উঠান বৈঠক, নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ভুট্টা চাষে অন্য ফসলের তুলনায় খরচ কম। ভুট্টায় পোকার আক্রমণ নেই বললেই চলে। ফলনও বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়