সিপিডির সংবাদ সম্মেলন : নবায়নযোগ্য জ¦ালানি নীতি বাস্তবায়নে বড় বাধা দুর্নীতি

আগের সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ : মতিয়া চৌধুরী, সংসদ উপনেতা

পরের সংবাদ

‘ব্যাডম্যান’ গুলশন গ্রোভার

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বলিউডের এমন অনেক অভিনেতা রয়েছেন যারা পর্দায় তাদের চরিত্রকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন। তেমনই খলনায়কের চরিত্রে গুলশন গ্রোভারের অভিনয় বলিউডে তাকে ‘ব্যাডম্যান’ হিসেবে পরিচয় তৈরি করেছে। শুরু থেকেই ভিলেনের চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল গুলশন গ্রোভারের। বলিউডের ‘ব্যাডম্যান’ নিয়ে কথা বলতে গেলে তার নাম প্রথম দিকেই থাকে। ‘কেশরিয়া বিলায়তি’, ‘লালা রোশনলাল’, ‘কবিরা’র মতো অনেক চরিত্র আছে, যারা বিখ্যাত হয়েছিলেন শুধু গুলশানের কারণে। ১৯৫৫ সালের ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন গুলশন। দিল্লি কলেজে পড়ার সময় লিটল থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখান থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। মুম্বাই এসে রোশন তানেজার অভিনয় বিদ্যালয়ে যোগ দেন। এরপর একাধিক চেষ্টা সত্ত্বেও কোথাও কাজের সুযোগ পাননি অভিনেতা। রোশন তানেজা অ্যাক্টিং স্কুলে বলিউডের অনেক তারকা অভিনয় শিখেছেন। তার মধ্যে রয়েছেন সঞ্জয় দত্তও। গুলশনকে সঞ্জয়ের সঙ্গে দেখে ‘রকি’ ছবিতে কাজ করার সুযোগ দেন সুনীল দত্ত। এই চরিত্র থেকেই পরিচালকদের নজরে আসেন গুলশন। এরপরই একাধিক ছবিতে কাজের সুযোগ পান তিনি। তাবাসসুমকে দেয়া এক সাক্ষাৎকারে গুলশন বলেছিলেন, কোনো বাধ্যবাধকতায় তিনি ভিলেন হননি। তার নাম গুলশান হতে পারে কিন্তু চলচ্চিত্রে ‘কান্তে’ চরিত্রে অভিনয় করার মনস্থির করেন তিনি। গুলশান বলেছিলেন, ‘নায়কের চরিত্র না পাওয়ায় আমি ভিলেন হইনি। এতে অভিনয়ের সুযোগ বেশি থাকায় আমি ভিলেন হয়েছি। সব সময় মনে ছিল আমি ইন্ডাস্ট্রির সেরা ভিলেন হব’। গুলশান ইন্ডাস্ট্রির এমন একজন খলনায়ক, যিনি প্রতিটি ছবিতে তার গেটআপ আলাদা রাখতেন।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়