প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা : রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক

আগের সংবাদ

বধ্যভূমি দেখার দায়িত্ব কার : সারাদেশে ৫ হাজারের বেশি বধ্যভূমি, ২২ বছরে ২০টি বধ্যভূমি সংরক্ষণ হয়েছে

পরের সংবাদ

রুমায় দুর্ঘটনায় হতাহতদের সহায়তা

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রুমা (বান্দরবান) প্রতিনিধি : রুমার বগালেক সড়কে ট্রাক দুর্ঘটনায় নিহতের স্বজনদের এবং আহতদের আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালে রুমা উপজেলায় অবস্থিত রুমা সেনা জোনে দুর্ঘটনায় নিহত এবং আহতদের স্বজনদের আর্থিক সহায়তার টাকা তুলে দেন জোন কমান্ডার লে. কর্নেল হাসান শাহরিয়ার ইকবাল।
গত ২০ মার্চ ভিজিডি কর্মসূচির সঞ্চয়ের টাকা তোলার জন্য রুমার রেমাক্রী ইউনিয়নের বিভিন্ন দুর্গম গ্রাম থেকে ট্রাকে করে বগালেক থেকে রুমা সদরের উদ্দেশে আসার পথে খাড়া পাহাড়ি সড়কে নামার সময় পেছনের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাককে আঘাত করে। এতে ঘটনাস্থলে ৪ নারীর মৃত্যু হয় এবং হাসপাতালে আনার পথে আরো একজন নারী এবং একজন পুরুষ মারা যান। আহত হন ১০ জন নারী। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর, যাদের এখনো চিকিৎসা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়