প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা : রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক

আগের সংবাদ

বধ্যভূমি দেখার দায়িত্ব কার : সারাদেশে ৫ হাজারের বেশি বধ্যভূমি, ২২ বছরে ২০টি বধ্যভূমি সংরক্ষণ হয়েছে

পরের সংবাদ

পাংশায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : পাংশায় ট্রেনে কাটা পড়ে আব্দুর রাজ্জাক মুন্সী (৫৫) নামের এক ডেকোরেটর ব্যবসায়ী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের সময় পাংশা রেলওয়ে স্টেশনের প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে কুড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রেলক্রসিংটি অননুমোদিত ছিল।
নিহত আব্দুর রাজ্জাক মুন্সী পাংশা উপজেলা পরিষদের অদূরে উপজেলা ডেকোরেটরের মালিক ছিলেন। তার পিতার নাম মরহুম আব্দুল হাই মুন্সী। দোকান থেকে মোটরসাইকেলে কুড়াপাড়ায় নিজ বাড়ি যাওয়ার পথে ট্রেনের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পাংশা রেলওয়ে স্টেশন মাস্টার জীবন বৈরাগী জানান, ঘটনার পরপরই রাজবাড়ী রেলওয়ে পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে।

নিহত আব্দুর রাজ্জাক মুন্সী ২ কন্যা সন্তানের জনক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়