প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা : রাখী দাশ পুরকায়স্থ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক

আগের সংবাদ

বধ্যভূমি দেখার দায়িত্ব কার : সারাদেশে ৫ হাজারের বেশি বধ্যভূমি, ২২ বছরে ২০টি বধ্যভূমি সংরক্ষণ হয়েছে

পরের সংবাদ

কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার আংটিহারা বেড়িবাঁধের উপর থেকে এসব মাংস জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, সুন্দরবনসংলগ্ন শাকবাড়িয়া নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন কোস্টগার্ড সদস্য। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আংটিহারা বাঁধে অভিযান চালান তারা। টের পেয়ে মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যান। পরে সেখান থেকে চারটি বস্তায় ৮৭ কেজি মাংস ও ২০টি পা উদ্ধার করা হয়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, কোস্টগার্ড অভিযানে চালিয়ে হরিণের মাংস জব্দ করে খাশিটানা ক্যাম্পে হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়