মানবতাবিরোধী অপরাধ : দণ্ড থেকে খালাস চেয়ে চারজনের আপিল

আগের সংবাদ

ঝিকরগাছা : বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব

পরের সংবাদ

সাঁথিয়ায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাক বিভাগের পিকআপের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মুতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারেকের ছেলে ফারুক আহম্মেদ (৩৩)।
মাধপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকালে ভিটাপাড়া থেকে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশাটি বেড়া উপজেলার কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়া উপজেলার সমাসনারী মাদ্রাসার সামনে পৌঁছলে পাবনা থেকে ছেড়ে আসা ডাক বিভাগের পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর আরো একজন মারা যান। এ ঘটনায় আহত ৫ জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়