দুদক চেয়ারম্যান : দুর্নীতি নির্মূলে প্রভাবমুক্ত থেকে কাজ করবে দুদক

আগের সংবাদ

সড়কে শৃঙ্খলা ভেঙে পড়েছে : আইন ও বিধিমালার পরও সড়ক আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নেই

পরের সংবাদ

ঝিকরগাছা : বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন উপসচিব

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর কেডিএস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসেন খান। প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। গত মঙ্গলবার দুপুরে তিনি এসে পৌঁছালে বিদ্যালয়ের কমিটি, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রেণিকক্ষ, খেলার মাঠসহ সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসীত কুমার সাহা, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মুনা আফরীন, জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপির কনসালট্যান্ট ডা. বাপ্পি কবি শেখর প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়