নায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

শিবচরে বাস খাদে, নিহত ১৯ : আন্ডারপাসের দেয়ালে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি > আহত ১৫ জনের ৮ জন ঢামেকে

পরের সংবাদ

অতিষ্ঠ পথচারী ও দোকানিরা : তারাগঞ্জে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলা সদর তারাগঞ্জ বাজারসহ এ উপজেলার গ্রামের ছোটবড় বাজারগুলোতেও দিন দিন বেড়েই চলেছে হাতি দিয়ে চাঁদাবাজি। দোকানে দোকানে হাতি দিয়ে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে ব্যবসায়ীরা।
তারাগঞ্জ উপজেলা মহাসড়কের পাশে অবস্থিত ইকরচালী বাজার, বামনদীঘি বাজার, বালাবাড়ী বাজার, তারাগঞ্জ বেলতলী মোড়, ব্র্যাক মোড়, নতুন চৌপথী বাসস্ট্যান্ড, পুরাতন চৌপথী বাসস্ট্যান্ড, খিয়ারজুম্মা বাজার, চিকলি বাজার, এলাহী বাজার, ধোলাইঘাট বাজার, হাজীরহাট বাজার, ডাঙ্গীরহাট বাজার, বুড়ীরহাট বাজারসহ ছোটবড় বাজারে হাতি দিয়ে চাঁদাবাজি বেড়ে গেছে। চাঁদা না দিলে অনেক সময় হাতির মালিক হাতি দিয়ে দোকানের মালামাল নষ্ট করেন ও হাতি দিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখান। এসব অবস্থা থেকে বাঁচতে ব্যবসায়ীরা বাধ্য হয় চাঁদা দিতে।
তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, ‘আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতি মাসে কয়েকবার হাতি নিয়ে এসে চাঁদাবাজি করেন হাতির মালিকেরা। আমরা তাদের উপদ্রব থেকে বাঁচতে বাধ্য হই ২০-৫০ টাকা দিতে। টাকা না দিলে দোকানের সামনে হাতি দিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। দীর্ঘদিন তারা এরকম করলেও এদের থেকে রেহাই মিলছে না আমাদের’।
উপজেলার হাজীরহাট বাজারের ব্যবসায়ী আব্দুর রউফ বলেন, এদের উপদ্রব এতটাই বেড়েছে যে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে বাজারের দোকানপাট সবখানে এরা চাঁদা চেয়ে বসে।
চাঁদা না দিলে হাতি দিয়ে নানা রকম ভয়ভীতি দেখায়।
গত শুক্রবার তারাগঞ্জ বাজারের মুল রাস্তা দিয়ে বাইকে করে নিজ স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন রেজাউল করিম নামের এক ব্যক্তি।
বাজারের থানা মোড় এলাকায় একটি বিশাল দেহের হাতি নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছে আকরাম হোসেন নামের এক মাহুত।
হাতি দিয়ে বাইক থামিয়ে পাঁচশ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিতে চাইলে সঙ্গে থাকা বাচ্চাদের ভয়ভীতি দেখায় মাহুত আকরাম। শেষে অনুরোধ করে ২শ টাকা দিয়ে চলে যায়।
তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘হাতি দিয়ে চাঁদাবাজির বিষয়ে কেউ আমাদের এখন পর্যন্ত বলেনি’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়