শাহজালাল বিমানবন্দর : মশা নিয়ন্ত্রণের বিষয়ে তিনজনের মতামত চান হাইকোর্ট

আগের সংবাদ

ফের ‘ভেরিফিকেশন’ নাটক! : মিয়ানমার থেকে আসা ১৭ সদস্যের প্রতিনিধিদল টেকনাফে

পরের সংবাদ

সুনামগঞ্জ : অবশেষে প্রবাসী আফছরের লাশ এলো বাড়িতে

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

হোসাইন আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঠিকানা ভুলের কারণে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া গ্রিস প্রবাসী আফছর মিয়ার (৪০) লাশ তার প্রকৃত স্বজনদের কাছে পৌঁছেছে। মৃত আফছর মিয়া দামোধরতপী গ্রামের মৃত জমসিদ আলীর বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়। মঙ্গলবার ভোর রাতে আফছর মিয়ার লাশ বাড়িতে এসে পৌঁছায়। উল্লেখ্য, দামোধরতপী গ্রামের মরহুম জমসিদ আলীর বড় ছেলে আফছর মিয়া দীর্ঘদিন ধরে গ্রীসে বসবাস করে আসছিলেন। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে গ্রিসে মারা যান। গত ১০ মার্চ আফছর মিয়ার লাশ বাংলাদেশে আসার কথা ছিল। নির্ধারিত তারিখে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ নিতে যান স্বজনরা। কফিনের গায়ে আফছর মিয়ার নাম দেখে সেটি দামোধরতপী গ্রামে নিয়ে যান তারা। কিন্তু বাড়িতে নিয়ে কফিন খুলে দেখেন লাশ অপরিচিত মানুষের। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, গ্রিসে মারা যাওয়া প্রবাসী আফছর মিয়ার লাশ তার বাড়িতে এসে পৌঁছেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়