চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আগের সংবাদ

গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা : সেচের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে > ঘাটতি থাকবে ৩ হাজার মেগাওয়াট

পরের সংবাদ

পোল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা কাবাডিতে

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে গতকাল জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপ জয়ের মিশনে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৫০-২২ পয়েন্টে জয় নিয়ে ম্যাট ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ আর্জেন্টিনার মোকাবিলা করবে বাংলাদেশ। গতকাল ১২ জাতি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির জাঁকজমকপূর্ণ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দলগুলোর অংশগ্রহণে এই টুর্নামেন্ট যে অন্যরকম মর্যাদা পেয়েছে তা বক্তব্যে তুলে ধরেন তিনি। কাবাডির ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি। এর আগে প্রথম আসরে ৫টি ও গতবার সর্বোচ্চ ৮টি দল নিয়ে হয়েছিল। তাইতো কাবাডি ও ভলিবল স্টেডিয়াম সেজেছে নানান ঢংয়ে। প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী অন্যদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
টুর্নামেন্টে অংশ নেয়া ১২টি দেশকে ধন্যবাদ দিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, ‘দীর্ঘভ্রমণ করে ১১টি দেশ বাংলাদেশে আসায় তাদের ধন্যবাদ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভিন্ন একটি দেশে খেলতে আসা সহজসাধ্য বিষয় নয়। বিশেষ করে আর্জেন্টিনার মতো দূর দেশের। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা থেকে দল এনে টুর্নামেন্ট আয়োজন করা অত্যন্ত দুঃসাহিক কাজ। এজন্য ফেডারেশনকে ধন্যবাদ জানাই। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টটি আরও বেশি মর্যাদাপূর্ণ হয়েছে। ’
পোল্যান্ডের বিপক্ষে গতকাল প্রথমার্ধে ১৪-১১ পয়েন্টে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। অধিনায়ক তুহিন তরফদার ও অন্য রেইডারদের দক্ষতায় পরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার। তিনি জিতেছেন ১০ হাজার টাকা। পুরস্কার হাতে তুহিন তরফদার বলেন, ‘ ভেবেছিলাম প্রথম ম্যাচটা সহজ হবে। কিন্তু পোল্যান্ড আমাদের ভাবনায় ফেলে দিয়েছিল, যখন তারা ১৪-১১ পয়েন্টে এগিয়ে যায়। যদিও শেষ পর্যন্ত আমরা ওভারকাম করতে পেরেছি। এখন কেবল সামনে এগিয়ে যাওয়ার পালা।’ তিনি যোগ করেন, ‘এখানে আসার আগে পোল্যান্ড অনেক অনুশীলন করেছে। আমাদের দলে ছয়জনের নতুন অভিষেক হয়েছে। তরুণ খেলোয়াড়রা কিছু ভুলও করেছিল প্রথম দিকে। তাই পিছিয়ে পড়েছিলাম। পরে তাদের নির্ভয় দিলে সাহস বাড়ে।’ আজ আর্জেন্টিনার বিপক্ষে লড়বে স্বাগতিকরা। এ বিষয়ে তুহিন তরফদার বলেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে আমরা ৮০-৮ পয়েন্টে জিতেছিলাম।
তবে আমার মনে হয় সেই দল অনেক এগিয়ে গেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়