এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

দেশজুড়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : নানা আয়োজনে দেশজুড়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। গত মঙ্গলবার দিবসটি পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
সুনামগঞ্জ : সকালে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের নেতৃত্বে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্য জাদুঘর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ সোম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুমিনুল হক, সওজ নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় এবং পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুস্পস্থবক অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন, বক্তৃতা ও নৃত্যানুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পৃথক আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।
ঠাকুরগাঁও : দিবসের প্রথম প্রহরে জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান। পরে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : সকালে শিবগঞ্জ বাজার থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যালে গিয়ে শেষ হয়। এ সময় মুজিব মুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তাঁতীলীগের সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান। এরপর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিবগঞ্জ বাজারস্থ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের বাসভবন প্রাঙ্গণে ঐতিহাসিক ৭ মার্চের অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন সাবেক সচিব জিল্লার রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, পৌর তাঁতীলীগের সভাপতি শাহ আলম আপেল, সাধারণ সম্পাদক ইয়ামিন হাসান, পৌর কৃষকলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
চান্দিনা (কুমিল্লা) : বিকেলে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নেতৃত্বে উপজেলা সদরে র‌্যালী বের হয়। র‌্যালিটি চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে থানা কার্যালয়ের সামনে দিয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোকামবাড়ী শাহী ঈদগাহ্ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। র‌্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. মনির খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর (গোপালগঞ্জ) : সকাল ১০ টায় ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য মো: রবিউল আলম সিকদার ও সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান, বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী ও সাধারন সম্পাদক মো: লুৎফর রহমান মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম প্রমুখ। এর আগে সকাল ৯টায় মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলু, মুকসুদপুর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, মুকসুদপুর থানার পক্ষে ওসি (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান, মুকসুদপুর পৌরসভার পক্ষে পৌর মেয়র আশরাফুল আলম শিমুল পুষ্পস্তবক শ্রদ্ধা জানান।
দৌলতপুর (মানিকগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। বঙ্গবন্ধুর জীবনী ও ভাষণ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ওসি মো. জাকারিয়া হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন আবুল, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. শাহ আলম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার রেজাউল হক, প্রেসক্লাবের সভাপতি মো.শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির ফিরোজ, সরকারি পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বীরমুক্তিযোদ্ধা ডিপুডি কমান্ডার নুরুল ইসলাম ও অজিত কুমার তরফদার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়