চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট

আগের সংবাদ

কাতারের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রী : জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

সোনামসজিদ স্থলবন্দর : আমদানি-রপ্তানিকারক গ্রুপের নির্বাচনের ফল প্রত্যাখান

প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন সবুজ ব্যবসায়িক স্মার্ট প্যানেলের ১৭ জন প্রার্থী। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সবুজ ব্যবসায়িক স্মার্ট প্যানেল।
অভিযোগে বলা হয়, ফলাফল ঘোষণার পর নির্বাচনে কারচুপি, জাতীয় পরিচয়পত্র ও লাইসেন্স ছাড়াই ভুয়া ভোটার দিয়ে একতরফা ভোট প্রদান করা হয়েছে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি। এমনকি ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে।
সবুজ ব্যবসায়ী স্মার্ট প্যানেল থেকে প্রজাপতি প্রতীকের প্রার্থী মেসার্স মানিক ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী যুবরাজ আলম মানিক বলেন, নির্বাচনের একটি মৌলিক বিষয় হলো ভোট প্রদানের পর হাতের আঙুলে রঙের চিহ্ন দেয়া। কিন্তু ভোট প্রদানের পরেও অনেক ভোটারের আঙুলে চিহ্ন দেয়া হয়নি। এমনকি আমাদের এজেন্টদের ভেতরে মোবাইল রাখতে দেয়া হয়নি। অথচ আমাদের প্রতিদ্ব›দ্বীদের এজেন্টরা ভেতরে মোবাইল নিয়ে ছিল।
একই প্যানেল থেকে আনারস প্রতীকের আরেক প্রার্থী ও মেসার্স জোহরা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী নূর আমিন জানান, নির্বাচনে ভোটারের ছবি, লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই গণহারে ভুয়া ভোট প্রদান করা হয়েছে। ফলে এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এডভোকেট গোলাম মোস্তফা জানান, নির্বাচনে ১৭ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এদের মধ্য থেকেই সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য পদ নির্বাচন করা হবে। নিয়ম অনুযায়ী তিনদিনের মধ্যে কোনো অভিযোগ থাকলে আপিল করতে পারবেন। রবিবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ হাতে পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে কাজী শাহাবুদ্দীন-মাওলানা মামুনুর রশীদ প্যানেলের ১৫ জন ও সবুজ ব্যবসায়ী স্মার্ট প্যানেলের দুজনকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়