জাকের সুপার মার্কেট : সংঘর্ষে সভাপতিসহ আহত ২

আগের সংবাদ

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : সীতাকুণ্ডের ‘সীমা অক্সিজেন লিমিটেডে’ বিস্ফোরণে নিহত ৬, আহত আরো ২৫

পরের সংবাদ

মাকে নিয়ে অকপট কঙ্গনা

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করার প্রায় দুই দশক সময় পার করে ফেলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। পরিবারের অমতে গø্যামার জগতে পা দেয়া হিমাচল প্রদেশের এক গ্রামের সেই মেয়েটির আজ কোটি কোটি টাকার সম্পত্তি। কিন্তু জানেন কি, মেয়ে কোটিপতি হয়ে গেলেও তার মা এখনো মাঠে চাষবাসের কাজ করেন? পর্দার আড়ালে থাকা নিজের মাকে নিয়ে সম্প্রতি এমন তথ্যই জানালেন কঙ্গনা। ইনস্টাগ্রাম স্টোরিতে পর্যায়ক্রমে মাকে নিয়ে নানা তথ্য তুলে ধরেছেন কঙ্গনা। শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘মনে রাখবেন, আমার মা আমার কারণে ধনী নন। আমি একটি রাজনৈতিক, সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়িক পরিবার থেকে এসেছি। আমার মা ২৫ বছরের বেশি সময় শিক্ষকতা করছেন। ফিল্ম মাফিয়াদের বুঝতে হবে, আমার মানসিকতা কোথা থেকে তৈরি হয়েছে, কেন আমি বিয়েতে গিয়ে সস্তা নাচ করতে পারি না।’
সম্প্রতি কঙ্গনা তার মায়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন যে, তার মা জমিতে কাজ করছেন। পাশাপাশি এ অভিনেত্রী লিখেন, ‘আমার মা সংস্কৃত ভাষার অধ্যাপিকা ছিলেন। এখন তিনি জমিতে প্রতিদিন ৭-৮ ঘণ্টা কাজ করেন। আমার মা ফিল্ম দেখতে যাওয়া, সিনেমার শুটিং সেটে যাওয়া, বিদেশে ঘুরতে যাওয়া কিংবা মুম্বাইতে বসবাস করতে পছন্দ করেন না। এসব কাজ যদি মাকে জোর করে করাতে চাই তাহলে আমাকে তিরস্কার করেন।’
কঙ্গনার সেই পোস্টের কমেন্ট সেকশনে একজন সোশ্যাল হ্যান্ডেল ব্যবহারকারী লেখেন যে, ‘কোটিপতি হয়েও কঙ্গনার মা চাষ করছেন, এমন সারল্য সত্যিই বিরল’। যার জবাবে কঙ্গনা লেখেন, দয়া করে মনে রাখবেন, আমার মা কিন্তু আমার জন্য ধনী নন। আমার পরিবার যথেষ্ট সম্ভ্রান্ত, সেখানে কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব, কেউ আমলা, কেউ ব্যবসায়ী। আমার মা নিজে এক সরকারি স্কুলে ২৫ বছর শিক্ষকতা করেছেন। ফিল্ম মাফিয়াদের বোঝা উচিত আমার এই অ্যাটিটিউড কোথা থেকে আসে, কেন আমি নিম্নমানের কাজ করি না। বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে বরাবরই সরব কঙ্গনা রানাউত। স্বজনপ্রীতি নিয়ে নিজের অপছন্দের কথা একাধিকবার প্রকাশ করেছেন তিনি। হ মেলা ডেস্ক
শুধু তাই নয়, বলিউড ছবিতে তারকা সন্তানদের সুযোগ দেয়ার ফলে কীভাবে ‘বহিরাগতদের’ বঞ্চিত করে সে সম্পর্কেও সোচ্চার হয়েছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়