উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

জাকের সুপার মার্কেট : সংঘর্ষে সভাপতিসহ আহত ২

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া জাকের সুপার মার্কেটে নিজেদের মধ্যে ব্যবসায়িক দ্ব›েদ্ব মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ওই মার্কেটের সভাপতি ফিরোজ আহমেদ (৫০) ও ব্যবসায়ী সাইদ মুন্সি (৪০)। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এই মারামারির ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়িয়ার নগর প্লাজা মার্কেটের সভাপতি মাসুদুর রহমান জানান, গতকাল বিকালে জাকের সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে উচ্ছেদ অভিযান চালান সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তখন আন্ডারগ্রাউন্ডে ব্যবসায়ীরা তাদের মালামাল প্যাকেট করছিলেন। এমন সময় ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক, সাংগঠনিক সম্পাদক দিলদারসহ ৩০-৪০ জন তাদের ওপর আক্রমণ করে। প্রথমে মার্কেটের সভাপতি ফিরোজ আহমেদকে পেটাতে থাকে। এটি দেখে অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করে।
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই মার্কেটে অভিযান চালায়। পরে সেখানে ব্যবসায়ীদের দুই পক্ষের মারামারি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়