উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পুরস্কার বিতরণ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : রাজাপুর ফাজিল মাদ্রাসায় বার্ষিক শরীরচর্চা ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ মাহমুদ কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা নুরুজ্জামান, রেজাউল ইসলাম. জিয়াউল হক সিকদার, মাদ্রাসা শিক্ষক আরিফ শেখ, জিয়ারুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নেছারী, মো. হাবিব এ চিশতী, অভিভাবক মো. আব্দুল হাই সিকদার প্রমুখ।
প্রস্তুতি সভা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : মান্দায় ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা থানার ওসি নুর -এ- আলম সিদ্দিকী, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান প্রমুখ।
মেডিকেল ক্যাম্প
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের দরিদ্র, এতিম ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদয়তারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজনের শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (উপসচিব) মো. কায়ছার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মো. হুমায়ুন খালিদ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডা: মো. সানোয়ার হোসেন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা: মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, গয়হাটা শিক্ষা ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জি: মো. রেজাউল ইসলাম ( রেজা) প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়