উপাচার্য ড. মশিউর রহমান : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রুখতে হবে

আগের সংবাদ

সংস্কারের বিরূপ প্রভাব বাজারে : আইএমএফের শর্ত মেনে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি প্রত্যাহার করায় সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

পরের সংবাদ

ঢাবিতে পতাকা উত্তোলন দিবস পালিত

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : মুক্তিযুদ্ধ চলার সময়ে দেশের সার্বভৌমত্ব অর্জন ও দেশ স্বাধীন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। ২ মার্চ প্রথম ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসটি গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলা প্রাঙ্গণে পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে নানা কর্মসূচি পালন করা হয়। দুপুরে দিবসটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মার্চ মাস বাঙালি জাতির বিনির্মাণের জন্য একটি ঐতিহাসিক মাস। এর সূচনা হয় ২ মার্চ দিয়ে। এ দিবসটির জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর থেকে মার্চের প্রতিটি দিন নানা কারণে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বিশ্বে সম্ভবত আর কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয় একটি জাতির জাতীয় পতাকা নির্মাণ করেছিল।
বক্তব্য প্রদানকালে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, ২ মার্চ পতাকা উত্তোলন হয়েছিল। সেদিনই কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। বঙ্গবন্ধু সেদিনেই পূর্বানী হোটেল থেকে হরতালের ঘোষণা দেন। ৩-৬ মার্চ পর্যন্ত সারাদেশে হরতাল পালিত হয়। কার্যত সেদিন থেকে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা বঙ্গবন্ধুর কথায় পরিচালিত হয়েছে। আলোচনা সভায় এছাড়াও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।
ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২ মার্চ দিনটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে গত কয়েক বছর ধরে ধারাবাহিক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়ে আসছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়