মহাখালীতে অভিযান : তিন রেস্টুরেন্টকে তিন লাখ টাকা জরিমানা

আগের সংবাদ

শ্রমবাজারে সম্ভাবনার হাতছানি : সৌদি আরব ও মালয়েশিয়ায় সংকট দেখা দিলেও ইউরোপে সম্ভাবনার হাতছানি

পরের সংবাদ

অবৈধ ওয়াকিটকি বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওয়াকিটকি সেট বিক্রয় করে আসছিলেন রাসেল আহমেদ নামে এক যুবক। বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা এসব ওয়াকিটকি সেট ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি রাসেলের। ছয়টি ওয়াকিটকি এবং একটি ওয়াকিটকি সেটের চার্জারসহ তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৩)।
গত সোমবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ধরাছোঁয়ার বাইরে থাকতে অপরাধী চক্র রাসেলের কাছ থেকে ওয়াকিটকি সেট ক্রয় করত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অবৈধ ওয়াটকি বিক্রি করে আসছিলেন তিনি।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়