জাতীয় প্রেস ক্লাবের কর্মশালা : শিশুদের আবৃত্তি শিক্ষায় মাতৃভাষাকে ভালোবাসার আহ্বান

আগের সংবাদ

সরেনি একটি কেমিক্যাল কারখানাও : অন্য ব্যবসার আড়ালে চলছে রমরমা বাণিজ্য > বেশি ঝুঁকিপূর্ণ ৫০৮টি কেমিক্যাল কারখানা

পরের সংবাদ

১৩২ কেজির কেক গাউন!

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

খ্রিস্টান মতে, বিয়েতে আংটিবদল ও চুম্বনের পর নবদম্পতির কেক কাটার রীতি আছে। ইদানীং ক্রেতাদের পছন্দ মতো বরাত দিয়ে নানা রকম ‘থিম’ কেক তৈরি করান অনেকেই। এমনই একটি কেক বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সুইজারল্যান্ডের নাতাশা কলিন কিম ফা লি।
২০১৪ সাল থেকেই নিজের হাতে নানা ধরনের কেক তৈরি করেন নাতাশা। তার নিজস্ব একটি কেক প্রস্তুতকারক সংস্থাও রয়েছে। এর আগে নানা ধরনের অভিনব কেক তৈরি করলেও পরিধানযোগ্য কেক তৈরি করেননি তিনি। সাদা ধবধবে সেই বিয়ের পোশাকটি অবলীলায় গায়ে গলিয়ে ফেলাও যায়। সামাজিক মাধ্যমে সেই কেক পোশাকের ছবি পোস্টের পর পোশাকের ভিডিও ১৫ লাখের বেশি মানুষের নজরে এসেছে। সেখানে দেখা গিয়েছে, কেক তৈরির উপাদান দিয়ে তৈরি ওই পোশাক কেমন ভাবে পরতে হয়, তা দেখাচ্ছেন নাতাশা নিজেই। উল্লেখ্য, প্রায় ১৩২ কেজি ওজনের কেকটি বিশ্বের বৃহত্তম পরিধানযোগ্য কেকের তকমাও পেয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়