বিপিএসএ’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আগের সংবাদ

শেখ হাসিনার চমক ‘চুপ্পু’ : রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন বৈধ হলে নির্বাচন কমিশন আজই চুপ্পুকে বিজয়ী ঘোষণা করবে

পরের সংবাদ

ভাইবারে নতুন এআই চ্যাটবট

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রাইভেট ও সিকিউর মেসেজিং এবং ভয়েস-বেইজড কমিউনিকেশনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম রাকুতেন ভাইবার সম্প্রতি এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) টেক্সট ও ইমেজ তৈরিতে ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন চ্যাটবট ‘এআই চ্যাট অ্যান্ড ক্রিয়েট’ উšে§াচন করেছে।
ডিএএলএল-ই ও দাভিঞ্চির মতো জেনারেটিভ এআইয়ের সর্বাধুনিক মডেলগুলোকে সমন্বিত করে তৈরি করা ওই চ্যাটবট দিয়ে এখন ভাইবার অ্যাপ ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পেতে ও অনন্য ডিজাইনের ইমেজ তৈরি করতে পারবেন।
রাকুতেন ভাইবারের প্রধান নির্বাহী ওফির ইয়াল বলেন, ‘বর্তমানে প্রযুক্তি শিল্পের মনোযোগের কেন্দ্রে রয়েছে জেনারেটিভ এআই প্রযুক্তির। প্রতিদিন নতুন নতুন মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত বিস্ময়ের মুখোমুখি হচ্ছেন। তবে, এর কিছু কিছু টুল ব্যবহার করা কিছু মানুষের জন্য একদমই সহজ নয়। তাই, আমরা ভাইবার অ্যাপেই ভাইবার চ্যাট ব্যবহার করে এআই সেবা প্রদান করার সহজতম উপায় খুঁজে বের করেছি, যেন ব্যবহারকারীরা কেবল অ্যাপ ব্যবহার করেই ঝামেলাহীনভাবে এই সেবা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে, তাদের আলাদা করে বিশেষ সেবা পাওয়ার জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা অ্যাপ ব্যবহারের মাধ্যমে সরাসরি ইন্ডাস্ট্রির সেরা এআই টুলটি প্রদান করছি, যেন ব্যবহারকারীরা তাদের সৃজনশীল কাজ বা লেখা সবার সঙ্গে শেয়ার করতে পারেন। এখন চ্যাটবটে দু’টি অপশন রাখা হয়েছে একটি ইমেজের জন্য, অপরটি টেক্সটের জন্য। ভবিষ্যতে আমরা এই সেবার পরিধি আরও বাড়ানোর ব্যাপারে প্রত্যাশী।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়