বিপিএসএ’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আগের সংবাদ

শেখ হাসিনার চমক ‘চুপ্পু’ : রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন বৈধ হলে নির্বাচন কমিশন আজই চুপ্পুকে বিজয়ী ঘোষণা করবে

পরের সংবাদ

দেশের বাজারে অপো’র নতুন স্মার্টফোন এ৭৭

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাজারে দুর্দান্ত সব ডিভাইস নিয়ে আসার ধারাবাহিকতায় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো নিয়ে এসেছে নতুন স্মার্টফোন অপো এ৭৭। ডিভাইসটির বিভিন্ন বেস্ট-ইন-সেগমেন্ট ফিচার যেকোনো স্মার্টফোন ব্যবহারকারীর হৃদয় জয় করে নিবে। প্রিমিয়াম অপো গেøা ফ্ল্যাট-এজ ডিজাইন, দ্রুত ও নিরাপদ ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং, আল্ট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার, ৮জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুযোগ সহ আরও অনেক ফিচারের এ৭৭ ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দুর্দান্ত এই স্মার্টফোনটি মাত্র ২২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে সারাদেশের অপো স্টোরে।
মাত্র ৮ মিলিমিটার পুরুত্বের প্রিমিয়াম অপো গেøা ফ্ল্যাট-এজ ডিজাইন ব্যবহারকারীরা অনেক ভিড়ের মধ্য থেকেও আলাদা করতে পারবেন। রেনো গেøা থেকে অনুপ্রাণিত হয়ে অপো গেøা ডিজাইন করা হয়েছে, যার ফলে তৈরি হয়েছে একটি স্মুথ ও দৃষ্টিনন্দন ডিভাইস। অপো গেøা ডিজাইনে রয়েছে গøাস মোল্ড, যা শতশত রেনো গøাসের টুকরা থেকে বাছাই করা হয়েছে। ডিভাইসটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির সাথে ব্যবহার করা হয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং। এখানেই শেষ নয়, নিরবচ্ছিন্নভাবে গেমস খেলা, ভিডিও ও মুভি দেখার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে আল্ট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার। এছাড়া, ৪জিবি র?্যামের সাথে অতিরিক্ত আরও ৪ জিবি র‌্যাম যুক্ত করে ৮জিবি পর্যন্ত র‌্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে। অপো ব্যবহারকারীদের আর বাজে স্মার্টফোন অভিজ্ঞতা নিয়ে ভাবতে হবে না। ডিভাইসটির সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করতে এই ফোনে আছে হেলিও জি৩৫ ১২এনএম (ন্যানোমিটার) চিপসেট। ডিভাইসটির ৬.৫৬ ইঞ্চির ৬০ গিগাহার্জের কালার-রিচ ডিসপ্লে ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। ফটোপ্রেমিদের জন্য এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, সাথে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, ডিভাইসটিতে ১২৮ জিবি স্টোরেজ (রম) থাকায় ব্যবহারকারীরা খুব সহজেই ছবিগুলো স্টোর করে রাখতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়