আমার বাসায় লাইব্রেরি আছে

আগের সংবাদ

আদানির বিদ্যুৎ বাংলাদেশে আসা নিয়ে কোনো শঙ্কা নেই

পরের সংবাদ

পিঠা নিয়ে শহুরে আয়োজন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বছরের শেষ দিক মানেই পরিবারে অন্যরকম আনন্দের ছোয়া। বার্ষিক পরীক্ষা শেষ সেই সাথে শীতের আমেজ শুরু। এই ছুটিতেই ভাইবোন সবাইকে নিয়ে গ্রামে বেড়াতে যাওয়া ছিলো উৎসবের মত। ছোটো বড় সব ভাই বোন মিলে অপেক্কা থাকতো রসুইঘরের সেই খড়ির চুলার দিকে। কখন সেখান থেকে গরম পিঠা নামবে আর তা কাড়াকাড়ি করে খাওয়া হবে। কত রকম পিঠা ছিলো। সময়ের সাথে তাল মিলাতে গিয়ে শহরের ব্যস্ততায় ভাই বোন দের সাথে সেই আড্ডা দেখা হওয়াও দিন দিন কমে যাচ্ছিলো। কিন্তু প্রতিবছর ঘুরেই সেই শীত আসে, আসে সেই পুরোনো সৃতি। অন্তত সবাই মিলে আবার সেই উৎসব সাথে নতুন প্রজন্মকে আমাদের এই ঐতিহ্য এর সাথে পরিচয় করিয়ে দিতেই অনুষ্ঠিত হয়ে গেল “জাহিরা’স নিমন্ত্রন- এ পিঠা মেলা”। প্রগতি সরনীর উনান রুফটপ রেস্টুরেন্টে নিজেদের উৎসব পরিনত হলো অনেক পরিবার প্রিয়জনের উৎসবে। করোনা পরবর্তী প্রায় তিন বছর পর আবারো একই এই আয়োজন। ভিন্নতা হচ্ছে এই আয়োজনে পিঠার পাশাপাশি দেশী পন্য নিয়ে কাজ করা খুদ্র ব্র?্যান্ডগুলোকেও পরিচিত করে দেওয়া। সন্ধ্যায় ছিল ব্যান্ড দোহারীর পরিবেশনায় গ্রাম বাংলার গান। ছিল বাচ্চাদের জন্য আঁকাআঁকির ব্যবস্থা। উদ্দেশ্য একটাই, শত ব্যস্ততাতেও সেই ভাইবোনের উৎসব ছড়িয়ে দেখ আনন্দ, পাশাপাশি আমাদের গ্রাম বাংলা ঐতিহ্য উঠে আসুক পুরোনো রুপে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়