ক্রোয়েশিয়া : ক্রিমিয়া কখনোই আর ইউক্রেনের অংশ হবে না

আগের সংবাদ

পাতালরেল যুগে বাংলাদেশ : ১০০ সেকেন্ড পর পর ট্রেন, ভূগর্ভে হবে ১২টি তিনতলা স্টেশন

পরের সংবাদ

কানাডা ট্যুরে ‘পরাণ’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গত বছরের জুলাইতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী নির্মিত সিনেমা ‘পরাণ’। গল্প, নির্মাণশৈলী আর অভিনয়ের শক্তিতে ছবিটি বিপুল দর্শকপ্রিয়তা পায়। দেশের সিনে ব্যবসায় নতুন জোয়ার আনে এই ছবি। টানা পাঁচ মাসের বেশি সময় ধরে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে এটি। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার মতো দেশেও ‘পরাণ’ মুক্তি পেয়েছে এবং বাঙালি দর্শকের ভালোবাসা কুড়িয়েছে। তবে ‘পরাণ’ মুগ্ধতা থেকে বঞ্চিত ছিলেন কানাডায় বসবাসরত বাঙালিরা। অবশেষে কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’। আগামীকাল কানাডার ১২টি শহরের সিনেমা হলে মুক্তি পাবে এটি। নির্মাতা রায়হান রাফী খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম সপ্তাহে কানাডার টরন্টো, মন্ট্রিয়েল, হ্যালিফ্ল্যাক্সসহ ১২ শহরের ১২টি থিয়েটার হলে দেখা যাবে ‘পরাণ’। দ্বিতীয় সপ্তাহে আরো দুটি নতুন শহর যুক্ত হওয়ার কথা রয়েছে। সেখানে ছবিটি পরিবেশনা করছে বায়স্কোপ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়া আছেন রোজী সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়