কেরানীগঞ্জের দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

আগের সংবাদ

অনির্বাচিত সরকার এলে সংবিধান অশুদ্ধ হবে : অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ইভিএমে ভোট, থাকছে না সিসি ক্যামেরা : বিএনপির ছেড়ে দেয়া ৬ আসনে উপনির্বাচন আজ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩ , ১২:০৩ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপনির্বাচন আজ বুধবার। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এই ৬টি আসনের ভোটগ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে)। তবে এবারে বাজেট স্বপ্লতার কারণে ৬ উপনির্বাচনে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইসি। গত ১৮ ডিসেম্বর এ ছয় আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে এসব আসনে ভোটের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে ১৫-১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতয়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। র‌্যাব, পুলিশ সমন্বয়ে গঠিত হয়েছে স্টাইকিং ফোর্স। প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ নির্বাচন সামগ্রী। এলাকায় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।
আজ যে আসনগুলোতে উপনির্বাচন হবে সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাক্ষণবাড়িয়া-২ ।
এই ৬টি আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে লড়বেন ৪০ জন। এর মধ্যে ১৭ জন স্বতন্ত্র প্রার্থী, বাকি ২৩ জন ১০টি রাজনৈতিক দলের। এসব আসনে মোট ভোটার ২২ লাখ ৫০ হাজারের বেশি।
ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ৬ জন। এই আসনে ভোটকেন্দ্র ১২৮টি। আর ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। বগুড়া-৪ আসনে প্রতিদ্ব›িদ্বতা করবেন ৯ জন। ভোট কেন্দ্র ১১২টি। মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন।
বগুড়া-৬ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ১১ জন। মোট ভোটকেন্দ্র ১৪৩টি। আর ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ৬ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৮০টি। ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্ব›িদ্বতা করবেন ৩ জন। এখানে ভোটকেন্দ্র ১৭২টি, মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ৫ জন। ভোটকেন্দ্র ১৩২টি। মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী এলাকায় অপ্রীতিকর যে কোন ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের দিন নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।
এ ছয় আসনে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ইসি আনিছুর রহমান বলেন, যথারীতি সব প্রস্তুতি আছে। খালি একটাই নাই, সিসি ক্যামেরার ব্যবস্থা করি নাই। বাকি সব প্রস্তুতি শেষ হয়েছে। সুষ্ঠু, সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা দরকার, সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। বুধবার সুষ্ঠু সুন্দর পরিবেশে সুষ্ঠু ভোট হবে বলে আশা প্রকাশ করেন এই কমিশনার।
এর আগে সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে জাতীয় সংসদ থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি এমপিরা পদত্যাগ করায় এ ছয়টি আসন শূন্য ঘোষণা করা হয়। এ ছয়টি আসনের তিনটিতে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ছাড়া জাসদ ইনু ও ওয়ার্কার্স পার্টি-এই দুই শরিক দলের জন্য দুটি ও একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের হয়ে লড়ছেন জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আব্দুল ওয়াদুদ ও বগুড়া-৬ আসনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আসান রিপু। এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনটি ওয়ার্কার্স পার্টি ও বগুড়া-৪ আসন জাসদ ইনুর জন্য ছেড়ে দেয়া হয়েছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় কোনো প্রার্থী না দিয়ে তা উন্মুক্ত রাখা হয়েছে। এ আসনে বিএনপির পদত্যাগী এমপি উকিল আব্দুস সাত্তার ফের প্রার্থী হওয়ায় এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে গত শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নিখোঁজ রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। ওইদিন থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এর আগে গত ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশে এমপিরা একে একে বক্তব্য দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্যরা হলেন- বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়