চট্টগ্রামে ফয়েস লেক বেসক্যাম্প উদ্বোধন

আগের সংবাদ

কাটবে যেসব সংকট : আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ

পরের সংবাদ

বিকল্প কর্মসংস্থানের আওতায় পাবনার ১৬৩ ভিক্ষুক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : পাবনায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন উপকরণ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশিদুল কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পাবনা পৌরসভার ৭৩ জনসহ ১৬৩ জন ভিক্ষুকদের মাঝে ৪৭ লাখ টাকা সমমূল্যের গরু, ছাগল, মুদি দোকান, চায়ের দোকান, সেলাই মেশিন ও রিকশা বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিক্ষুকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়