চট্টগ্রামে ফয়েস লেক বেসক্যাম্প উদ্বোধন

আগের সংবাদ

কাটবে যেসব সংকট : আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ

পরের সংবাদ

ঝিকরগাছায় নারীদের দোকান উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় উলাসী সৃজনী সংঘ-উই প্রকল্পের আওতায় নারীদের নিজস্ব মালিকানাধীন সদাইপাতির দোকান উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর ক্ষমতায়ন নামক শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল সোমবার সকালে গদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামে দোকান উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান।
উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সহসভাপতি চিচিলিয়া মণ্ডলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীন, ঝিকরগাছা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, গদখালী ইউপি চেয়ারম্যান মো. শাহাজাহান আলী মোড়ল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশের হেড অব প্রোগ্রাম নাবিলা নুসরাত, ঝিকরগাছা উপ-সহকারী কৃষি অফিসার মো. আয়ুব হোসেন, ফতেপুরের নারী উদ্যোক্তা সেলিনা বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন- উলাসী সৃজনী সংঘের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আনিছুজ্জামান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজনীন সুলতানা জেনি, ফিল্ড কোঅর্ডিনেটর নার্গিস আক্তার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়