চট্টগ্রামে ফয়েস লেক বেসক্যাম্প উদ্বোধন

আগের সংবাদ

কাটবে যেসব সংকট : আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ

পরের সংবাদ

কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেপ্তারের পর মুচলেকায় মুক্ত ৮

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর শ্যামপুর, কদমতলী ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলো- শাহ জালাল (১৯), মোকাব্বির হোসেন আয়ান (১৯), ইমন সরদার (২০), মো. রাসেল (১৯), মো. সুজন (১৯), মুন্না হোসেন (১৯), মো. রাজু (১৯), মো. হাসান (১৯), মো. লিখন (১৬), মো. জিসান (১৬), রায়হান শেখ (১৬), মোমিদ হোসেন (১৫), মো. রাব্বি (১৬), আপন খন্দকার (১৩), মো. হৃদয় (১৫) ও মো. নাজিম (১৩)।
র‌্যাবের দাবি, গ্রেপ্তাররা কিশোর গ্যাং লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর সদস্য। তারা ডাকাতি, চুরি ও ছিনতাই ছাড়াও মাদকসেবন, খুচরা মাদকের কারবারি, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি এবং মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের অসামাজিক-অশ্লীল টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছিল। প্রায়শই তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে সাধারণ মানুষের চলাচল বিঘিœত করে আসছিল। গত রবিবার র‌্যাব-১০ এর কয়েকটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে কম বয়সি ৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেপ্তাররা কিশোর গ্যাং লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর সক্রিয় সদস্য। তারা জালাল ওরফে পিচ্চি জালালের নেতৃত্বে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী থানার বিভিন্ন এলাকায় জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানে একাকি পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ সঙ্গে বহন করা দ্রব্যসামগ্রীর ব্যাগ ডাকাতি করে দ্রুত পালিয়ে যেত। গ্রেপ্তার ১৬ জনের মধ্যে শাহ জালাল, মোকাব্বির হোসেন আয়ান, ইমন সরদার, মো. রাসেলের বিরুদ্ধে শ্যামপুর থানায় ছিনতাই মামলা রয়েছে। এছাড়া মো. সুজন, মুন্না হোসেন, মো. রাজু, মো. হাসানদের বিরুদ্ধে কদমতলী থানায় ছিনতাই মামলায় রয়েছে। এই ৮ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি ৮জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। র‌্যাব-১০ আগামী দিনগুলোতে তাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখবে, যাতে তারা আর কখনো এ ধরনের অপরাধমূলক কাজে যোগ দিতে না পারে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়