চট্টগ্রামে ফয়েস লেক বেসক্যাম্প উদ্বোধন

আগের সংবাদ

কাটবে যেসব সংকট : আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণ

পরের সংবাদ

আখাউড়া স্থলবন্দর : আধাবেলা কর্মবিরতি শেষে ফের শুরু কার্যক্রম

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কর্মবিরতির কারণে গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে দুপুর আড়াইটার দিকে স্বাভাবিক গতিতে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে মো. রুবেল মিয়া নামে এক ট্রাক চালক বলেন, ‘আমরা সোমবার ভোর ৪টা থেকে পণ্য বোঝাই ট্রাক নিয়ে বসেছিলাম। দুপুর পর্যন্ত আমাদের ছাড়পত্র দেয়া হয়নি। কর্মবিরতির ব্যাপারে আমরা কিছুই জানতাম না।’
নজরুল নামে আরেক ট্রাক চালক বলেন, ‘সকালে ময়মনসিংহ থেকে এখানে মাছ নিয়ে আসি। দুপুর ২টা পর্যন্ত ভারতে মাছ পাঠাতে পারিনি।’
আখাউড়া স্থলবন্দরের মেসার্স শফিকুল ইসলাম ট্রেডার্সের পরিচালক মো. মোজাম্মেল হক জানান, সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে সকালে বন্দরে মাছসহ বিভিন্ন পণ্য আটকা পড়ে। পরে কর্মবিরতি প্রত্যাহার করে নিলে পণ্যবোঝাই ট্রাকগুলো ভারতে প্রবেশ করে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে চিঠি পেয়ে আমরা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করি। ফলে দুপুর থেকে আমাদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়।’
আখাউড়া স্থলবন্দরের শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। দুপুরের দিকে মাছ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করলে কাগজপত্র পরীক্ষা করে রপ্তানির জন্য ছাড়পত্র দেয়া হয়।’
উল্লেখ্য, সিএন্ডএফ লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন বিধি-বিধান সংশোধন ও বাতিলের দাবিতে ফেডারেল অব বাংলাদেশ কাস্টমস, ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনের আহ্বানে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। পরে কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সভা ডাকলে সোমবার কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়