উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

পেরুতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৪

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলে গত শনিবার যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৬০ যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে হাইতির অজ্ঞাতসংখ্যক নাগরিক ছিলেন। বাসটি পাহাড়ি খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের সংখ্যা কত, তা নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়া হয়েছে। পেরুর পিউরা প্রদেশের এই দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন বলে প্রথমে জানানো হয়।
পরে প্রাণহানির সংখ্যা সংশোধন করা হয়।
পুলিশ বলছে, কোরিয়ানকা ট্যুরস কোম্পানির বাসটি পেরুর রাজধানী লিমা থেকে টুম্বেস শহরে যাচ্ছিল। এটি ইকুয়েডর সীমান্তবর্তী শহর। পথে ওরগানস শহরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে একটি বিপজ্জনক স্থানে। স্থানটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়