উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

নজির আহমদ চৌধুরীর ৫৬তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, শিল্পোদ্যোক্তা, সমাজসেবী, বিদ্যুৎসাহী মরহুম নজির আহমদ চৌধুরীর ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বাদ আছর ঈদগাহ নজির আহমদ চৌধুরী রোডের পারিবারিক কবরস্থান জামে মসজিদে কোরআন খানি, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জনানো হয়েছে। বিজ্ঞপ্তি
প্রয়াত নজির আহমদ চৌধুরী জীবদ্দশায় জেলা বোর্ড, থানা কাউন্সিল, মুসলিম এডুকেশন সোসাইটি ও রেলওয়ে বোর্ড চট্টগ্রামের সদস্য এবং চট্টগ্রাম মুসলিম মডেল হাই স্কুলের সেক্রেটারির দায়িত্বও পালন করেন এবং এছাড়া বহু সামাজিক, ধর্মীয় ও জনহিতকর প্রতিষ্ঠনের প্রতিষ্ঠাতা। তিনি তৎকালে কায়সার-ই-হিন্দ খেতাবেও ভূষিত হন।
এছাড়া ১৯৪৩ সালে ভয়াবহ দুর্ভিক্ষের সময় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করে জনসাধারণের মাঝে ব্যপক সমাদ্রিত হন।
উল্লেখ্য, তিনি ১৯৬৭ সালের ১১ জানুয়ারি মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়