উগ্র মৌলবাদের বিরুদ্ধে গণসংগীত সমন্বয় পরিষদের কর্মসূচি

আগের সংবাদ

গৃহায়ণ ও রাজউকের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে

পরের সংবাদ

ঋতুপর্ণার বাড়িতে নিরব

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গেল বছরের নভেম্বরে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘স্পর্শ’র ঘোষণা এসেছিল। ‘স্পর্শ’ নামের ছবিটি ঢাকার অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত পরিচালনা করছেন। ছবিতে নায়কের চরিত্রে আছেন নিরব, নায়িকা কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি নিরব কলকাতায় গেছেন ব্যক্তিগত কাজে। সেই সুবাদে নতুন ছবিটি প্রসঙ্গেও কিছুটা আলোচনা হয় নায়িকা ঋতুপর্ণার সঙ্গে। গত ২৬ জানুয়ারি সরস্বতী পূজায় ঋতুপর্ণার বাড়িতে হাজির হন নিরব। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করেন অভিনেত্রী। এছাড়া দর্শকের জন্য একটি ভিডিও বার্তাও দিলেন তারা। সেখানে নিরবকে বাংলাদেশের সুপারস্টার হিসেবে অভিহিত করেন ঋতুপর্ণা। তার মন্তব্য ছিল এ রকম, ‘ভারত আর বাংলাদেশের বিভাজনটা আমি একদম মানি না। আমার মনে হয়, আমরা সবাই এক। সে জন্য স্পর্শটা এখানে অনেক গভীর। যে সিনেমাটি আমরা করতে চলেছি বা করছি, সেটা একটা গভীর সম্পর্কের গল্প। নিরব তো সুপারস্টার বাংলাদেশের, আর এই দেশটার সঙ্গে আমারও ভীষণ ভালো একটা সম্পর্ক। তাই যখনই বাংলাদেশের ছবির কথা হয়, আমি কখনোই না বলতে পারি না।’ নতুন ছবিটি নিয়ে ঋতুপর্ণার ভাবনা- ‘স্পর্শ’ কথাটার মধ্যে একটা দারুণ অর্থ লুকিয়ে আছে; সেটা যে ভাষাতেই হোক, স্পার্শ (হিন্দি) বা স্পর্শ, আমার মনে হয় সবার ভেতরে একটা স্পর্শের অনুভূতি হয়। এবারের অনুভূতিটা তো আরও বড়, কারণ ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় আমরা একটা ছবি করছি। নায়িকার প্রশংসা-উচ্ছ¡াসের ফাঁকে সরব হয়ে নিরবও বললেন, ‘কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী, অনেক সুপারহিট ছবি যার ঝুলিতে রয়েছে, তার সঙ্গে কাজ করছি; খুবই ভালো লাগছে। কলকাতার যারা দর্শক আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে ছবিটা দেখার জন্য।’ নিরবের এই কথার রেশ ধরে ঋতুপর্ণা আরও বলেন, ‘বাংলাদেশে বহু সুপারহিট ছবিতে, সুপারহিট নায়কের সঙ্গে কাজ করেছি। আর নিরব, যে আরেকজন সুপারহিট নায়ক, যার সঙ্গে আমি এখন কাজ করছি। এই যে দীর্ঘ সম্পর্ক বাংলাদেশের সঙ্গে, আমি এটাকে সত্যিই লালন করি।’ ‘স্পর্শ’ ছবিটি প্রযোজনা করছে ঢাকার অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার রোল ক্যামেরা অ্যাকশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়