মাদকবিরোধী অভিযান : রাজধানীতে গ্রেপ্তার ৭০

আগের সংবাদ

রাজশাহীর জনসভায় শেখ হাসিনা : আ.লীগ কখনো পালায় না

পরের সংবাদ

কানাইঘাট থানার নতুন ওসি বরণ ও পুরনোকে বিদায়

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বিয়ানীবাজার থানায় বদলিজনিত উপলক্ষে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে বরণ করা হয়েছে।
গত শুক্রবার বিকাল ৪টায় কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানার সেকেন্ড অফিসার এস আই সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জৈন্তাপুর মডেল থানা থেকে বদলি হয়ে কানাইঘাট থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথসহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা।
নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বিদায়ী সংবর্ধিত ওসি তাজুল ইসলাম পিপিএমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
বিদায়ী অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম তার বক্তব্যে বলেন, কানাইঘাট থানায় দুই বছরের অধিক সময় কর্মরত থাকাকালীন সময়ে রাজনৈতিক মহল, সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সব মহল থানা পুলিশকে সহযোগিতা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশের সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে কারো মনে দুঃখ-কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। নবাগত অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত থাকাকালে আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি পুলিশের সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। জৈন্তাপুরের পার্শ্ববর্তী উপজেলা কানাইঘাট হওয়ায় এখানকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। সব ধরনের অপরাধ দমন ও আইনশৃঙ্খলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব, যাতে করে পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকীম শামীম, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, থানার এস আই দেবাশীষ শর্ম্মা।
উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপসহ থানার অফিসার ও পুলিশ সদস্যরা।
বিদায়ী অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে থানার অফিসাররা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়াসহ বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়।
প্রসঙ্গত, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের এক আদেশের মাধ্যমে গত ২৬ জানুয়ারি জেলার ৪ থানার অফিসার ইনচার্জদের রদবদর করা হয়। এর মধ্যে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে বিয়ানীবাজার থানায় এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদকে কানাইঘাট থানায় বদলি করা হলে শুক্রবার তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়