শিমুর মেয়েকে বাবা : ‘মা ভুল করেছি মাফ করে দিও’

আগের সংবাদ

স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি : যে ফর্মুলায় স্মার্ট বাংলাদেশ

পরের সংবাদ

সিংড়ায় প্রতিমন্ত্রী পলক : মনের অন্ধকারকে দূর করে শিক্ষা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মনের অন্ধকারকে দূর করে শিক্ষা। আর আমাদের শুধু ভালো ছাত্র-ছাত্রী হলে চলবে না। ভালো মানুষ হতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।
গতকাল শুক্রবার বিকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে চলনবিল শিক্ষা উৎসবের অষ্টমতম দিনে কৃতিশিক্ষার্থী সংবর্ধনা, সিংড়া রতœ সম্মাননা, রতœগর্ভা মা সম্মাননা, কর্ম জীবনে সফল যারা, কেমন তারা সম্মাননা, ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপসহ মোট ১৪টি ক্যাটাগরিতে এক হাজার ৬৪৫ জনকে সন্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্যোক্তা ও প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চলনবিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম এম সামিরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিক্ষা উৎসবের সদস্য সচিব রুহুল আমিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়