শিমুর মেয়েকে বাবা : ‘মা ভুল করেছি মাফ করে দিও’

আগের সংবাদ

স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি : যে ফর্মুলায় স্মার্ট বাংলাদেশ

পরের সংবাদ

রাজবাড়ীতে নানা আয়োজনে দুদিনের বাংলা উৎসব

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজবাড়ী প্রতিনিধি : শুদ্ধ ও যথাযথভাবে মাতৃভাষার চর্চা এবং বাংলা সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে ও বাংলা ভাষার মর্যাদা রক্ষায় রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী অষ্টম বাংলা উৎসব।
গতকাল শুক্রবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। রাজবাড়ী একাডেমির আয়োজনে এ বছর অষ্টমবারের মতো বাংলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধন শেষে রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন।
গতকাল ২৭ জানুয়ারি ও ২৮ জানুয়ারি দুই দিনব্যাপী অষ্টম বাংলা উৎসবে প্রতিযোগিতায় রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ৫০টিরও বেশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এ উৎসবে।
শিক্ষার্থীদের পাশাপাশি খ্যাতনামা শিল্পী ও সাহিত্যিকরা উৎসবে অংশগ্রহণ করবেন এ অনুষ্ঠানে। প্রতিযোগিতায় প্রথম থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘হড়াই’ গ্রুপ, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘গড়াই’ গ্রুপ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘কুমার’ গ্রুপ, নবম শ্রেণি থেকে এসএসসির শিক্ষার্থীরা ‘চন্দনা’ গ্রুপ, একাদশ থেকে স্নাতকের শিক্ষার্থীরা ‘পদ্মা’ গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়