শিমুর মেয়েকে বাবা : ‘মা ভুল করেছি মাফ করে দিও’

আগের সংবাদ

স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি : যে ফর্মুলায় স্মার্ট বাংলাদেশ

পরের সংবাদ

অসন্তুষ্ট নাসিরুদ্দিন শাহ

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সিনেমায় যেমন বিষয়বস্তুর গভীরতা নেই, ভাষার প্রয়োগ নিয়েও সন্তুষ্ট নন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তার দাবি, হিন্দি ছবিতে উর্দুর ব্যবহার এখনও চলছে, তবে মান পড়ে গেছে অনেকটাই। তার ওপর সাম্প্রদায়িক খোঁটা। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ঘৃণার চোখে দেখেন বলে আক্ষেপ ‘মাসুম’ অভিনেতার। এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেন, ‘সর্বনাশ হয়ে গেছে। উর্দুর ব্যবহার হিন্দি ছবিকে কিছু মাত্র উৎকর্ষ দেয়নি।’ আরো বলেন, ‘আজকাল আমরা হিন্দি সিনেমায় উর্দু তেমন শুনি না। আগে সেন্সর বোর্ড প্রশংসাপত্র দিত, যখন স্পষ্ট লেখা থাকত উর্দু। কারণ, গানের কথা, শায়ের- এসব উর্দুতে হতো। সিনেমার একটা বড় অংশজুড়ে থাকত এই ভাষার আধিপত্য। লেখকরাও ছিলেন পার্সি।’ নাসিরের আক্ষেপ, এখন সব বদলে গেছে। ভাষা নি¤œ মানের। তার মতে, ছবির নামকরণ নিয়েও চিন্তাভাবনার অভাব রয়েছে। পুরনো গানের লাইন ভেঙেই বসিয়ে দেওয়া হচ্ছে এ যুগের নতুন নতুন সিনেমার নামে। – মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়