‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

স্কালোনির চোখে নেতা মেসি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ নিয়েছেন বিশ্বতারকা লিওনেল মেসি। বিশ্বকাপ শেষে নিজ দেশে ফিরে বিশ্বকাপ বিরতি, বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে তিনি বর্তমানে ক্লাবে ফিরেছেন। বিশ্বকাপের এতদিন পর তাকে কাছ থেকে দেখার দারুণ অভিজ্ঞতার ব্যাপারে কথা বললেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার মতে দলের কাছে মেসি একজন নেতার মতো। মেসির মতো দলকে কেউ প্রভাবিত করতে পারে না।
কোচ লিওনেল স্কালোনি তার শিষ্যদের বিশ্বকাপ জয়ের সময়ের স্মৃতিচারণ করে মাঝে মাঝেই মেসি-মার্তিনেজদের কথা বলেন। প্রকাশ করেন তাদের সঙ্গে তার অভিজ্ঞতার কথা। এবার তিনি স্প্যানিশ এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় মেসির এক দারুণ গুণের কথা বলেছেন। তিনি বলেন, ‘সে ফুটবলের একজন নেতা এবং আপনারা তা দেখতে পান। সে যখন কথা বলে, তখন সঠিক কথাই বলে। সতীর্থরা তার দিকে যে দৃষ্টিতে তাকায়, তাকে যেভাবে দেখে, সেখানে থাকে শ্রদ্ধা। এটি ব্যাখ্যা করা খুব কঠিন।’ তিনি আরো যোগ করেন, ‘সে তার সতীর্থদের মাঝে এমন সব ভাবনা সঞ্চারিত করে যা আগে কখনো দেখিনি, বিষয়টা কেবল একজন ফুটবলার হিসেবে নয়। এটা বলা কঠিন হলেও আমি এ বিষয়ে বলতে পারি। মেসির কথায় সতীর্থদের মধ্যে কী সঞ্চারিত হয়, সেটা অনুভব করতে হলে প্রত্যক্ষ অভিজ্ঞতা নিতে হবে।’ তার মতে মেসির সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হলে খুব বেশি কিছু না করে স্রেফ নিজের মত থাকতে হবে। তিনি বলেন, ‘নিজের মতো থাকলেই হবে। যেমন ডি পল তার মতোই থাকে এবং মেসির সঙ্গে তার সম্পর্ক ভালো। কিংবা পারেদেসসহ অন্য তরুণরা তাকে এমন প্রশ্ন করে যেটা অন্যরা করে না।’
বিশ্বকাপের শেষেই গত ৩১ ডিসেম্বর আর্জেন্টিনার সাথে বিশ্বকাপজয়ী এ কোচের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তার সাথে এখন আর্জেন্টিনা ফুটবলের কাগজে কলমে কোনো সম্পর্ক নেই। তার সাথে আর্জেন্টিনার চুক্তির কথা বিশ্বকাপের আগে উঠলেও চুক্তিটি কবে নবায়ন করা হবে তা নিয়ে কোনো তথ্য জানা যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কিছুদিনের মধ্যেই বুয়েনস আয়ার্সে যাব। সভাপতির সঙ্গে বসে আমরা যে চুক্তিতে পৌঁছাতে চাই, সেই চেষ্টা করব। এটাই ভেবেছি। তবে কবে যাব, সেটি ঠিক করিনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়