‘৬৯-এর গণঅভ্যুত্থান স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজন

আগের সংবাদ

মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ : জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে, কর্মসংস্থান ও আয় বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

পরের সংবাদ

কার্যকর ১ ফেব্রুয়ারি : আপিল বিভাগে প্রবেশে লাগবে ডিজিটাল পাস

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ডিজিটাল পাস ছাড়া প্রবেশ করা যাবে না। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল পাস সংগ্রহ করে বিচারপ্রার্থীদের আপিলে বিভাগের এজলাসে প্রবেশ করতে হবে। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসনের ওয়েবসাইটে গতকাল বুধবার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিচারপ্রার্থীদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রবেশ করে এন্ট্রি লিস্ট মেনুতে ক্লিক করতে হবে। কিউআর কোড স্ক্যান করে বা পর্যায়ক্রমে প্রবেশের তারিখ, মামলার নম্বর, বিচারপ্রার্থীর নাম, মোবাইল নম্বর এবং ন্যাশনাল আইডি নম্বর টাইপ করতে হবে। এরপর নিবন্ধন বাটনে ক্লিক করে পাস প্রিন্ট করা যাবে। এ পাসের প্রিন্ট কপি অথবা স্ক্রিনশট বা ডাউনলোড কপি দেখিয়ে প্রবেশ করা যাবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতীত প্রবেশ করতে বা অবস্থান করতে পারবেন না। এ আদেশ আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

কার্যকর ১ ফেব্রুয়ারি
আপিল বিভাগে
প্রবেশে লাগবে
ডিজিটাল পাস
কাগজ প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ডিজিটাল পাস ছাড়া প্রবেশ করা যাবে না। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল পাস সংগ্রহ করে বিচারপ্রার্থীদের আপিলে বিভাগের এজলাসে প্রবেশ করতে হবে। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসনের ওয়েবসাইটে গতকাল বুধবার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিচারপ্রার্থীদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রবেশ করে এন্ট্রি লিস্ট মেনুতে ক্লিক করতে হবে। কিউআর কোড স্ক্যান করে বা পর্যায়ক্রমে প্রবেশের তারিখ, মামলার নম্বর, বিচারপ্রার্থীর নাম, মোবাইল নম্বর এবং ন্যাশনাল আইডি নম্বর টাইপ করতে হবে। এরপর নিবন্ধন বাটনে ক্লিক করে পাস প্রিন্ট করা যাবে। এ পাসের প্রিন্ট কপি অথবা স্ক্রিনশট বা ডাউনলোড কপি দেখিয়ে প্রবেশ করা যাবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতীত প্রবেশ করতে বা অবস্থান করতে পারবেন না। এ আদেশ আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়