হাইকোর্টে বিএনপি নেতা খোকন ও মিলনের জামিন

আগের সংবাদ

ভোটের আগাম প্রচারে আ.লীগ : সভা-সমাবেশে উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাওয়া হচ্ছে

পরের সংবাদ

শত্রæতা করে ভুট্টাক্ষেতে কীটনাশক স্প্রে

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পূর্বশত্রæতার জের ধরে প্রায় এক একর ভুট্টাক্ষেতে কীটনাশক স্প্রে করে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি মামলাও করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরজমিনে গিয়ে জানা গেছে, বামনকুমার এলাকার মৃত মমিন উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. মাইন উদ্দীনের ভোগদখলীয় প্রায় এক একর জমি একই এলাকার আব্দুল সাত্তার বর্গা চাষ করেন। এবার সেই জমিতে ভুট্টা আবাদ করেছেন সাত্তার। তবে ভুট্টার গাছ বড় হলে তা ভেঙে নষ্ট করে ফেলেন একই এলাকার শশি মোহাম্মদের ছেলে আজগর, সামসুল, আনারুলসহ তার পরিবারের লোকজন। পরে এই ঘটনায় মো. মইন উদ্দীন বাদী হয়ে আটোয়ারী থানায় একটি মামলা করেন। এতে বিবাদী পক্ষের আসামি সামসুল আলম ও ইয়াসিন আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পঞ্চগড় কারাগারে পাঠায় পুলিশ। এরপর বর্গাচাষি সাত্তার ফের নতুন করে ভুট্টা রোপণ করেন। তবে ওই আসামি জামিনে এসে পুনরায় কীটনাশক স্প্রে করে ভুট্টা ক্ষেত নষ্ট করেন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনায় বিবাদী শশি মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, এ ঘটনায় ইতোপূর্বে একটি মামলা রুজু করে একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। তবে জামিনে বেরিয়ে এসে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন তিনি।
এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়