ভ্রাম্যমাণ আদালত : বাকেরগঞ্জে তিন দোকানদারকে জরিমানা

আগের সংবাদ

নতুন শিক্ষাক্রম বুঝতে নোট-গাইড চান শিক্ষক-শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী বলেছেন, লাগবে না

পরের সংবাদ

মায়ের লড়াই প্রসঙ্গে ক্যাটরিনা

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : আজ বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলি টাউনের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া নায়িকা ক্যাটরিনা। তবে ছোটবেলায় অভিনেত্রীর জীবন কিন্তু চ্যালেঞ্জে ভরপুর ছিল। আট ছেলেমেয়েকে একা মানুষ করেছেন ক্যাটরিনার মা। বাবার সঙ্গ ছোট থেকেই পাননি ক্যাটরিনা ও তার অন্য সাত ভাইবোন। বাবার শূন্যতা মেয়েবেলায় কুরে কুরে খেয়েছে ক্যাটকে, সেই অভাববোধের কথা ২০১৯ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ‘ফোন ভূত’ নায়িকা। বাবার পাশে না থাকাটা যে কোনো মেয়েকে দুর্বল করে দেয়, মনে করেন ক্যাটরিনা। আট সন্তানকে নিয়ে মা সুজান টারকোটের লড়াই কতটা চ্যালেঞ্জিং ছিল তা বুঝতে বেশ সময় লেগেছিল অভিনেত্রীর, তবে পরবর্তী সময়ে যখনই একা হাতে মায়ের ঝড়ঝাপটা সামলানোর কথা ভাবেন ক্যাট, শ্রদ্ধায় মাথানত হয়ে যায় তার। আট সন্তানের জন্ম দেয়া, তারপর একা হাতে তাদের মানুষ করা- আমি সত্যি জানি না, মা কীভাবে সবটা পারলেন। আমার মাকে যত দেখেছি আশ্চর্য হয়েছিল। সব সমস্যা থেকে মা আমাদের আগলে রেখেছিলেন। যখন দূর থেকে অতীতের সেই দিন ফিরে দেখি, বুঝতে পারি মায়ের জন্য সবকিছু কতখানি কঠিন ছিল’। ২০২১ সালের ডিসেম্বর মাসে ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। ক্যাটরিনার শেষ রিলিজ ‘ফোন ভূত’ বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। সামনে তাকে দেখা যাবে সালমান খানের ‘টাইগার-৩’ সিনেমায়। এছাড়া অভিনেত্রীর হাতে রয়েছে ‘মেরি ক্রিসমাস’। এই ছবিতে তার নায়ক বিজয় সেতুপতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়