প্রধান শিক্ষককে পিটুনি : আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

আগের সংবাদ

ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভা : আমদানি স্বাভাবিক না থাকলে বাজার নিয়ন্ত্রণ কঠিন হবে

পরের সংবাদ

কুলিয়ারচরে কৃষক হত্যার ৪ দিনেও গ্রেপ্তার নেই : বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কুলিয়ারচরে ইভটিজিংয়ের বিচার চাওয়াকে কেন্দ্র করে বখাটে কর্তৃক আবু বক্কর নামের এক কৃষককে পিটিয়ে হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ অবস্থায় হত্যাকারীদের কঠোর বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল রবিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মোজরাই মোড়ে ডুমরাকান্দা-জাফরাবাদ রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কৃষক আবু বক্কর হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন নিহতের ছেলে আয়ুর্বেদিক চিকিৎসক মো. বায়েজিদ মিয়া, স্থানীয় রামদী ইউপির সদস্য মো. আসাদ মিয়া, সালুয়া ইউপির সদস্য রুমান খান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপির সদস্য মো. বাদল মিয়া, পল্লী চিকিৎসক মো. কামাল হোসেন বকুল, বীর কাশিমনগর গ্রামের নাহিদুল হাসান, ফিরুজ মিয়া (রাজা) প্রমুখ।
উল্লেখ্য, স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের বিচার দেয়ায় গত ১৯ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই মধ্যপাড়া গ্রামে আব্দুস সোবহানের ছেলে মো. আবু বক্কর মিয়া ইভটিজারদের হাতে খুন হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর নিহতের ছেলে ডাক্তার মো. বায়েজিদ মিয়া বাদী হয়ে গত ২০ জানুয়ারি মো. বাবুল মিয়া, মো. রাশেদুল আলম রিসাদ, মো. পারভেজ মিয়া ও মো. আলম মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়