মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশার মৃত্যু

আগের সংবাদ

৫০ বছরের অংশীদারিত্ব উদযাপনকালে বিশ্বব্যাংক এমডি : বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সর্ম্পক নতুন মাইলফলকে

পরের সংবাদ

মো হেয়ার স্যুট- গিনেস রেকর্ডে!

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফ্যাশন দুনিয়ায় বিচিত্র ঘটনার কমতি নেই। বেশ কিছুদিন আগে চুলের তৈরি সোয়েটারের ঝড় শেষ হতে না হতেই এবার ফ্যাশন দুনিয়া কাঁপিয়েছে গোঁফের তৈরি স্যুট। গোঁফ দিয়ে তৈরি স্যুট বিশ্বে এই প্রথম। এই পোশাকটির নাম রাখা হয়েছে মো হেয়ার। এই অভিনব পোশাকটি তৈরি করেছে পলিটিক্স মেনসওয়ার। এই সংস্থাটি প্রথমবারের মতো এ কাজ করে পেয়ে গেল বিশ্বজোড়া খ্যাতি। অবাক হলেও সত্যি, গোঁফ দিয়েও এমন ধরনের স্যুট তৈরি করা সম্ভব। স্যুটটির কন্ট্রাস্ট তৈরিতে নানা ধরনের গোঁফের ব্যবহার করা হয়েছে। এই পোশাকটি তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায়। এটি তৈরি করেছে ভিজুয়াল আর্টিস্ট এবং ফটোগ্রাফার পামেলা ক্লিম্যান পাসসি। স্বামী প্রোস্টেট ক্যানসারে মারা গেলে তিনি এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এই সংস্থাটির সঙ্গে যুক্ত হন। বুলফ্রগ ক্রিয়েটিভ এজেন্সি এবং পুরুষদের প্রখ্যাত পোশাক প্রস্তুতকারী সংস্থাটি এই পোশাককে অস্ট্রেলিয়ার একটি শো-তে প্রকাশ করে। এই স্যুটের ফ্যাব্রিক তৈরি করা হয়েছে তুলা দিয়ে। পাতলা কাপড়ের ওপর বসানো হয়েছে গোঁফ।
পলিটিক্স সংস্থার ইভেন্ট ম্যানেজার অ্যান্ড্রæ ভান্স বলেন, ইতোমধ্যে এই স্যুটটি স্পাইকস এশিয়া অ্যাওয়ার্ড ফর হেলথ জিতেছে। মেলবোর্ন ফ্যাশন ফেস্টিভালেও অংশগ্রহণ করেছে। অভিনব এই পোশাকটি জায়গা করে নিয়েছে গিনেস রেকর্ডেও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়